• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ওমিক্রনের মধ্যেই কি দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত? 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০৯:০২ পিএম
ওমিক্রনের মধ্যেই কি দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত? 

ভারতের দক্ষিণ আফ্রিকা সফর ডিসেম্বরেই। কিন্তু এরই মধ্যে করোনা ভাইরাসের নতুন রুপ ওমিক্রনের প্রভাব পড়েছে দক্ষিণ আফ্রিকায়। তাই ভারতের এই সফর নিয়ে রয়েছে আশঙ্কা। তবে এই সফর হবে কিনা তা নিয়ে এখনও নিশ্চিত নন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। 

এক অনুষ্ঠানে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, “এই মুহূর্তে সফর বাতিলের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখনও আমাদের হাতে অনেক সময় রয়েছে। ১৭ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট শুরু। ফলে চিন্তার কোনও কারণ এখনও নেই।”

আগামী ৮ বা ৯ ডিসেম্বর মুম্বাই থেকে চার্টার্ড বিমানে দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা রয়েছে বিরাট কোহলীদের। দক্ষিণ আফ্রিকায় তিনটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

সৌরভ আরও বলেন, “ক্রিকেটারদের নিরাপত্তা এবং স্বাস্থ্য বরাবরই বোর্ডের প্রথম চিন্তা। তার জন্য যা করার দরকার হবে সেটাই করব। কী সিদ্ধান্ত হতে চলেছে সেটা আগামী কয়েক দিনেই বোঝা যাবে।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!